সাটুরিয়া প্রতিনিধি, ৯ আগষ্ট:
সকল রাজনৈতক দলের প্রতিনিধি এবং মানিকগঞ্জ ও আশে পাশের এলকার দায়িত্বে থাকা সেনাবাহিনীর কর্মকর্তাদের নিয়ে সামাজিক সম্প্রীতির সভা অনুষ্ঠিত হয়েছে।
সাটুরিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলায় আইন- শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষে সুধীজনের অংশগ্রহণে সভাটি শুক্রবার বিকাল ৫ টার দিকে মিনি হলরুমে অনুষ্ঠিত হয়েছে।
এতে বক্তব্য রাখেন সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসার শান্তা রহমান, মানিকগঞ্জ ও আশে পাশের এলকার দায়িত্বে থাকা সেনাবাহিনীর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মেজর মুক্তাদীর, সাটুরিয়া উপজেলা চেয়ারম্যান মো. শাহজাহান আলী সাজু, মানিকগঞ্জ জেলা জামাতের সাবেক আমীর ও ঢাকার টিম সদস্য মাওলানা দেলোয়ার হোসেন, সাটুরিয়া উপজেলা বিএনপির সভাপতি আব্দুল কুদ্দু খান মজলিশ মাখন, সাধারণ সম্পাদক আবুল বাশার সরকার, জাতীয় পার্টির উপজেলা শাখার সাধারণ সম্পাদক আবুল বাশার বাদশা, সাটুরিয়া প্রেসক্লাবের সভাপতি মো. জাহাঙ্গীর আলম, ছাত্র প্রতিনিধিদের মধ্যে মো. হাসিবুল হাসানসহ আরও অনেকেই।
এ সময় সাটুরিয়া উপজেলা পরিদের ভাইস চেয়ারম্যান মো. সোহেল রানা মল্লিক, ভাইস চেয়ারম্যান মুন্নি আক্তার উপস্থিত ছিলেন।
ছাত্র প্রতিনিধিদের মধ্যে মো. হাসিবুল হাসান বলেন, আমারা টিম গঠন করে প্রতিটি গ্রাম পাহারা দিচ্ছি। সামনে দেশ গঠনে আমরা ছাত্র সমাজ মাঠে থাকব।
সভায় বিএনপি ও জামায়াত নেতারা বলেন, ৫ আগষ্টের দিন থেকে আমরা সাটুরিয়া থানা ও উপজেলা পরিষদ পাহারা দিয়েছি বলেই, আগুন ধরে নি, ভাংচুর হয়নি কিংবা কোন ধরনের অপ্রিতিকর ঘটনা ঘটেনি।
মেজর মুক্তাদীর বলেন, কোন সাধারণ সমস্যায় আমাদের কন্ট্রোল রুমে ফোন দিবেন। এ সাটুরিয়া আপনাদের। আপনারা আমাদের সহযোগীতা করলেই সাটুরিয়া রক্ষা করা সম্ভব। অপরদিকে আপনাদের কারনেই সাটুরিয়া উপজেলা দেশের অন্যতম নিরাপদ উপজেলা হিসেবে পরিচিতি পেয়েছে।
সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসার শান্তা রহমান বলেন, সাটুরিয়া কোন আগুন সন্ত্রাস হয়নি। আমার দপ্তরেও কন্টোল রুম আছে। যে কোন সমস্যায় আপনারা তথ্য জানাতে পারবেন।
সভায় ইসলামিক ফাউন্ডশনের সাটুরিয়ার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. সেলিম হোসেন, সাংবাদিক প্রতিনিধি, সুশীল সমাজ ও ধর্মীয় প্রতিনিধিরা অংশ গ্রহণ করেন।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ৯ আগষ্ট ২০২৪।