সাটুরিয়ায় সাবেক উপজেলা চেয়ারম্যান সাজুকে স্বপদে বহালের দাবি

সাটুরিয়া প্রতিরিধি, ১৫ ডিসেম্বর.

সাটুরিয়ার সদ্য সাবেক উপজেলা চেয়ারম্যান মো. সাজাহান আলী সাজুকে পুনরায় স্বপদে বহালের দাবী তোলেছেন স্থানীয় সামাজিক এক সংগঠনের সমর্থকরা। 

১৫ ডিসেম্বর রবিবার বেলা ১১ টার দিকে ধানকোড়া হাইস্কুল মাঠে বিজয় দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভাটি আয়োজন করে ‘ সাটুরিয়ার উন্নয়ন চাই’ নামে একটি সামাজিক প্রতিষ্ঠান।

সভায় সভাপতিত্ব করেন ধানকোড়া গিরীশ ইনস্টিটিউশনের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব আওলাদ হোসেন।

সভায় সাটুরিয়া উপজেলার নয়টি ইউনিয়নের ৮১টি ওয়ার্ডের ছাত্র -জনতা উপস্থিত ছিলেন।

সভায় নয়টি ইউনিয়নের ছাত্র -জনতা বক্তব্য রাখেন, ধানকোড়া ইউনিয়ন থেকে জাহিদুল হক, ফুকুরহাটি ইউনিয়ন থেকে হাবিবুর রহমান, হরগজ ইউনিয়ন থেকে শাহিন আলম, সাটুরিয়া ইউনিয়ন থেকে দেলোয়ার হোসেন, বালিয়াটি ইউনিয়ন থেকে হৃদয় হোসেন রাজন,দরগ্রাম ইউনিয়ন থেকে সাইফুল ইসলাম, তিল্লি ইউনিয়ন থেকে সালমান, দিগুলিয়া ইউনিয়ন থেকে শায়েদ সিকদার,বরাইদ ইউনিয়ন থেকে তোফাজ্জল হোসেন,ছাত্রদের পক্ষ থেকে সোহেল হোসাইনসহ আরো অনেকে বক্তব্য রাখেন।

বক্তারা মহান মুক্তিযুদ্ধে শহীদ ও মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং ৭১ থেকে ২৪ সালের সকল গণতান্ত্রিক আন্দোলনে সম্পৃক্ত বীরদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন।

বক্তারা আরো বলেন গত ২৯ মে ২০২৪ সালে অনুষ্ঠিত ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে সাটুরিয়ার সকল শোষিত বঞ্চিত মানুষ ও প্রতিবাদী ছাত্র জনতার ভালোবাসায় সিক্ত হয়ে আওয়ামী ফ্যাসিষ্টের বিরুদ্ধে বিপুল ভোটে মো: শাহজাহান আলী সাজু চেয়ারম্যান নির্বাচিত হন। ৫ আগষ্ট ফ্যাসিষ্ট শেখ হাসিনার পতনের পর ১৮ আগষ্ট সরকারের এক আদেশে দেশের সকল উপজেলা চেয়ারম্যান অপসারণ হয়।

বক্তারা বলেন, জুলাই -আগষ্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে উপজেলা চেয়ারম্যান মো: শাহজাহান আলী সাজু আওয়ামী সরকারের রক্তচক্ষুকে উপেক করে ছাত্র- জনতার পাশে ছিলেন এবং বর্তমান সরকারের সকল কর্মকান্ডে জনগণকে সম্পৃক্ত করার প্রেরণা দিয়ে যাচ্ছে।

সরকার ও সংশ্লিষ্ট কর্মকর্তার নিকট মো: শাহজাহান আলী সাজুকে স্বপদে বহাল করার জোর দাবি জানান।  সাটুরিয়া উপজেলার ছাত্র ও গণমানুষের বন্ধু মো:শাহজাহান আলী সাজুকে স্বপদে বহাল করলে সাটুরিয়া বাসি সরকারের নিকট কৃতজ্ঞ থাকবে।

মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ১৫ ডিসেম্বর ২০২৪।

 

আরো পড়ুুন