সাটুরিয়া প্রতিনিধি, ২৯ মে:
৬ষ্ঠ উপজলা নির্বাচনে ৩য় দফা নির্বাচনে সাটুরিয়ায় চেয়ারম্যান পদে মো. শাজাহান আলী সাজু মোটর সাইকেল প্রতিক নিয়ে ২২ হাজার ৮ শত ৩২ ভোট পেয়ে বেসরকারী ভাবে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. আমজাদ হোসেন লালমিয়া কাপ পিরিচ প্রতিক নিয়ে ১৫ হাজার ৩ শত ৬১ ভোট পেয়েছেন ।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে মুন্নি আক্তার প্রজাপতি প্রতিক নিয়ে রেকর্ড পরিমাণ ৪২ হাজার ১শত ৫৮ ভোট পেয়ে বেসরকারী ভাবে বিজয়ী হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শিউলি আক্তার ফুটবল প্রতিকে ভোট পেয়েছেন ১৩ হাজার ৫শত ১১ ভোট।
অপরদিকে পুরুষ ভাইস চেয়ারম্যান পদে মো.সোহেল রানা মাইক প্রতিক নিয়ে ২০ হাজার ৪ শত ২৫ ভোট পেয়ে বেসরকারী ভাবে বিজয়ী হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফয়েজ আহমেদ টিয়া পাখি প্রতিক নিয়ে ভোট পেয়েছেন ১০ হাজার ৬ শত ৮৩ টি।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ২৯ মে ২০২৪।