সাটুরিয়ায় সংবাদ সম্মেলন করে চেয়ারম্যান প্রার্থীর ইশতেহার ঘোষণা

সাটুরিয়া  প্রতিনিধি, ২৩ মে:

আসন্ন ২৯ মে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে সংবাদ সম্মেলন করে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী মো. শাহজাহান আলী সাজু।

বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে সাটুরিয়া প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনের মাধ্যমে নির্বাচনীয় ইশতেহার ঘোষণা করেন মোটর সাইকেল প্রতীকের এই চেয়ারম্যান প্রার্থী।

এসময় মো. শাহজাহান আলী সাজু লিখিত ইশতেহার ১৫টি পয়েন্ট নিয়ে আলোচনা করেন, শিক্ষা, পৌরসভা, যুব সমাজ নিয়ে সাজানো তার ইশতেহার।

পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন, এসময় তিনি বলেন, নির্বাচনে প্রচার প্রচারণায় তিনি ব্যাপক সাড়া পাচ্ছেন। কোন বাধা বিপত্তি নেই। কিন্তু ইভিএম পদ্ধতিতেও চাইলে অনিয়ম সম্ভব। কিন্তু আমি বিশ^াস করেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষনা অনুযায়ী আগামী ২৯ মে অবাধ ও সুষ্ঠ নির্বাচন অনুষ্ঠিত হবে।

এসময় সাটুরিয়া প্রেসক্লাবের সভাপতি মো. জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক হাসানা ফয়জীসহ প্রেসক্লাবের বিভিন্ন সদস্য বৃন্দ ছাড়াও প্রার্থীর কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন।

মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ২৩ মে ২০২৪।

আরো পড়ুুন