সাটুরিয়ায় শ্রমিক কল্যাণের বার্ষিক সমাবেশ অনুষ্ঠিত

সাটুরিয়া প্রতিনিধি, ২৩ ফেব্রুয়ারি:

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতির বাস্তবায়নসহ বিভিন্ন দাবীতে শ্রমিক সমাবেশ হয়েছে। শনিবার সন্ধায় দড়গ্রাম ইসলামিয়া সিনিয় মাদ্রাসার হলরুমে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন দড়গ্রাম ইউনিয়ন শাখার উদ্যোগে আয়োজিত সমাবেশে প্রায় সহ¯্রাধিক শ্রমিক অংশ নেয়।

এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা উত্তর অঞ্চল টিম ও কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য, অধ্যক্ষ মাওলানা দেলওয়ার হোসাইন।

প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন শ্রমিক কল্যান ফেডারেশনের মনিকগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি অ্যাডভোকেট মো. আওলাদ হোসেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফেডারেশনের দড়গ্রাম ইউনিয়ন শাখা সভাপতি মাসুম বিল্লাহ মো. মাসুদ।
প্রধান অতিথি মাওলানা দেলওয়ার হোসাইন তার বক্তব্যে বলেন, পৃথিবীতে আসা সকল নবী (আঃ) গন শ্রমিক ছিলেন, এটি একটি মহৎ পেশা, হালাল উপার্জন করতে চাইলে এই সেক্টরে অনেক সুযোগ রয়েছে। কিন্তু মানব রচিত আইন দিয়ে দেশ শাসন করায় তারা বরাবরই অবহেলিত। কাজেই সমাজ থেকে বৈষম্য দূর করতে চাইলে অবশ্যই শ্রমজীবি মানুষের অধিকার ফিরিয়ে দিতে হবে, একটি কল্যাণ রাষ্ট্রব্যবস্থা কায়েম করতে হবে, সেই জন্য শ্রমিকদের সততার সহিত যার যার জায়গা থেকে অর্পিত দায়িত্ব পালন করতে হবে।

বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন মানিকগঞ্জ জেলা সদস্য ও সাটুরিয়া উপজেলার কৃষি বিষয়ক তত্বাবধায়ক কৃষিবীদ শামীম আল মামুনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন শ্রমিক কল্যাণের সাটুরিয়া উপজেলা শাখা সভাপতি মোঃ হারুনুর রশিদ, ফেডারেশনের ইউনিয়ন প্রধান উপদেষ্টা ডাক্তার এম.এম ইদ্রিস আলী, উলামা – মাশায়েখ প্রতিনিধি অধ্যক্ষ মাওলানা আবুল হোসেন, , তা’লিমুল কুরআন ফউন্ডেশন প্রতিনিধি, উপাধ্যক্ষ মাওলানা আলতাফ হোসাইন, ব্যবসাায়ী প্রতিনিধি, মো. সোহরাব হোসেন, সাটুরিয়া উপজেলা সেক্রেটারি মো. নাজির আহমেদ, সাটুরিয়া উপজেলা যুব প্রতিনিধি, ডেন্টিস্ট মোহাম্মদ আমিনুল ইসলাম, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় সাবেক ছাত্র নেতা মো. মাসুম বিল্লাহসহ বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশনের বিপুল সংখ্যক নেতা-কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন।

মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ২৩ ফেব্রুয়ারি ২০২৫।

আরো পড়ুুন