সাটুরিয়া প্রতিনিধি, ৮ অক্টোবর:
মানিকগঞ্জের সাটুরিয়ায় উপজেলার বালিয়াটি পশ্চিম চালা শিতলা মন্ধির প্রাঙ্গনে মঙ্গলবার সকালে শারদীয় দূর্গা পূজা উললক্ষে দুস্থ্য নারীদের মাঝে বস্ত্রবিতরণ করা হয়।
বালিয়াটি পশ্চিমচালা ইউনিটি ইউনিটি ক্লাবের উদ্যোগে শারদীয় শুভেচ্ছা হিসেবে বস্ত্রবিতরণী অনুষ্ঠানে ক্লাবের সভাপতি বরকত মল্লিকের সভাপতিত্তে বক্তব্য রাখেন বালিয়াটি রামকৃষ্ণ মিশনের মহারাজ স্বামী আদিরূপানন্দ।
এসময় সাটুরিয়া উপজেলা বিএনপির সহ সভাপতি আক্তারুজ্জামানরুকন, সাংগঠনিক সম্পাদক শাহীন আজাদ বিপ্লব, সাটুরিয়া প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক হাসান ফয়জী, বালিয়াটি পশ্চিমচালা ইউনিটি ইউনিটি ক্লাবের সাধারণ সম্পাদক সুজন বসাক, সহ সভপতি আবু রাহাত, গোপাল সাহা, যুগ্ন সম্পাদক সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রাকিবুল হাসান, অর্থ সম্পাদক পরিমল সাহা, ক্রীড়া সম্পাদক যুবরাজসহ ক্লাবের আরও অনেকেই উপস্থিত ছিলেন।
বালিয়াটি ইউনিয়নের বিভিন্ন দুস্থ্য হিন্ধু ধর্মালম্বীদের মাঝে শারদীয় শুভেচ্ছা হিসেবে প্রায় শতাধিক কাপর তুলে দেওয়া হয়।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ৮ অক্টোবর ২০২৪।