সাটুরিয়ায় শহীদ বুদ্ধিজিবী দিবস পালিত

সাটুরিয়া প্রতিনিধি, ১৪ ডিসেম্বর.

মানিকগঞ্জের সাটুরিয়ায় যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজিবী দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে শনিবার সকাল ৯ টার দিকে সাটুরিয়া উপজেলা পরিষদের বাংলাদেশ চত্তরের অবস্থিত শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে পুস্পস্তবক অর্পন করা হয়।

প্রথমে সাটুরিয়া উপজেলা প্রশাসন, পরিষদ, মুক্তিযোদ্ধা কমান্ডার, থানা পুলিশ, সাটুরিয়া প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠন শদ্ধা নিবেদন করেন।

পরে সাটুরিয়া উপজেলা অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতির বক্তব্য রাখেন সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মো. ইকবাল হোসেন, সাটুরিয়া উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আ খ ম নূরুল হক, সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ মো. শাহিনুল ইসলাম, সাটুরিয়া স্বাস্থ্য কর্মকর্তা ডা. মামুন উর রশিদসহ আরও অনেকেই।

এতে বিভিন্ন মুক্তিযোদ্ধা, বিভিন্ন দপ্তর প্রধান, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ গ্রহণ করে।

মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ১৪ ডিসেম্বর ২০২৪।

আরো পড়ুুন