সাটুরিয়ায় ম্যাটস শিক্ষার্থীদের সডক অবরোধ করে চার দফা দাবি

সাটুরিয়া প্রতিনিধি, ১৫ জানুয়ারি:

মানিকগঞ্জের সাটুরিয়ায় ম্যাটসের শিক্ষার্থীরা চার দফা দাবিতে সাটুরিয়া-মানিকগঞ্জ সড়কের ধূল্যা নামক স্থানের সড়ক অবরোধ করে কর্মসূচি পালন করেছেন।

বুধবার সকাল ১০ টার দিকে সাটুরিয়া ম্যাটস ক্যাম্পাসের সামনে সাধারণ ম্যাটস শিক্ষার্থী ঐক্য পরিষদের ব্যানারে কেন্দ্রীয় সমন্বয়ক নাজমুল হাসানের নেতৃত্বে শিক্ষার্থীরা মহাসডক অবরোধ করেন।

এসময় বক্তারা বলেন, স্বাস্থ্য খাতের নীতিনির্ধারকদের দৃষ্টি আকর্ষণের জন্য দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে গেলেও তাদের দাবি মেনে নেওয়া হয়নি। দীর্ঘ আন্দোলনের পরও তাদের দাবি উপেক্ষিত। দাবি পূরণ না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি নেওয়ার হুমকি দেওয়া হয়।

সাটুরিয়া ম্যাটসের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মুক্তা আক্তার বলেন, “আমরা টানা তিন মাস ধরে আন্দোলন করছি। আমাদের ক্লাস, পরীক্ষা এবং ভবন তালাবদ্ধ রেখেছি, কিন্তু এখনো কোনো দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হয়নি। আমাদের সমস্যাগুলো অবিলম্বে সমাধান না হলে আমরা বৃহত্তর কর্মসূচি নিতে বাধ্য হব।

একই শিক্ষাবর্ষের আরেক শিক্ষার্থী নাজমুল হাসান বলেন, আমাদের চার দফা দাবি আদায় না হলে আগামী পাঁচ দিনের মধ্যে তারা ঢাকায় রাজপথে অবরোধ কর্মসূচি পালন করবেন।

মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ১৫ জানুয়ারি ২০২৫।

আরো পড়ুুন