সাটুরিয়ায় মোবাইল অ্যাপের কার্যকরিতা নিয়ে মাঠ দিবস অনুষ্ঠিত

সাটুরিয়া  প্রতিনিধি, ২ জুন:

মোবাইল অ্যাপের কার্যকারিতা যাচাইয়ে উচ্চ ফলনশীল বোরো ধানের প্রদর্শনী ট্রায়ালের (ব্রি ধান ৮৯) ফসল কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২জুন) সকাল ১০টার দিকে উপজেলার ধূল্যা ভূবন মোহন উচ্চ বিদ্যালয়ের মাঠে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

কৃষি গবেষণা কাউন্সিল ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ঢাকা অঞ্চলের অতিরিক্ত পরিচালক মোঃ আহসানুল বাসারের সভাপতিত্বে মাঠ দিবসের প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ড ঃ শেখ মোহাম্মদ বখতিয়ার।

কৃষি মন্ত্রণালয়ের অর্থায়নে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মানিকগঞ্জ এর অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) ডঃ মোছাঃ মমতাজ সুলতানার সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক বাদল চন্দ্র বিশ্বাস, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালক মোঃ তাজুল ইসলাম পাটোয়ারী, সাটুরিয়াা উপজেলা নিবার্হী কর্মকর্তা শান্তা রহমান প্রমুখ।

এ সময় সাটুরিয়া উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, সাটুরিয়া ইউপি চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন পিন্টু, জেলা পরিষদের সদস্য রাজ্জা হোসেন রাজ ছাড়াও সাটুরিয়া উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত প্রায় চার শতাধিক কৃষক-কৃষাণিরাও উপস্থিত ছিলেন।

মানিকগঞ্জ২৪/  হা.ফ/ ২ জুন ২০২৪।

আরো পড়ুুন