সাটুরিয়া প্রতিনিধি, ৩০ জুলাই:
মানিকগঞ্জের সাটুরিয়ায় এক মুক্তিযোদ্ধা পরিবারসহ দুই পরিবারকে চেতনানাশক স্প্রে করে ২৩ লক্ষাধিক টাকার মালপত্র লুট করে নিয়েছে দুবৃর্ত্তরা। এ নিয়ে গত তিনমাসে সাটুরিয়ার বিভিন্ন গ্রাম থেকে প্রায় ৫০ পরিবারকে একই কায়দায় চেতনানাশক স্প্রে করে প্রায় কোটি টাকা লুট করেছে এই চক্র। এ নিয়ে পুলিশের মাথা ব্যাথা না থাকলেও স্প্রে আতংঙ্কে সাটুরিয়ার মানুষ।
সাটুরিয়া উপজেলার দিঘলিয়া ইউনিয়নের পৌলশুড়া গ্রামে শনিবার রাতে মুক্তিযোদ্ধা মো. জিন্নত আলীর বাড়ির গ্লিল কেটে দৃবর্ত্তরা ঘরে প্রবেশ করে নগদ ১০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার লুট করে নেয়। একই রাতে প্রতিবেশি মো. আজাহার আলীর ঘরের টিন কেটে প্রবেশ করে প্রায় ৩ লক্ষাধিক টাকার মালপত্র লুট করে নেয়।
বিষয়টি সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ সুকুমার বিশ্বাস নিশ্চিত করেছেন।
মুক্তিযোদ্ধা মো. জিন্নত আলী জানান, শনিবার বিকেল থেকেই পরিবারের সবাই অসুস্থ্য বোধ করেন। এক পর্যায়ে তারা ঘুমিয়ে পরে। সকালে ঘুম থেকে ওঠে দেখেন তাদের সব মালপত্র এলোমেলো অবস্থায় পরে আছে। তখন দেখতে পায় ঘরের গ্লীল কেটে দুবৃর্ত্তরা ঘরে প্রবেশ করে নগদ ১০ ঔক্ষ টাকা ও ৮ ভরি স্বর্ণালাংকার লুট করে নিয়ে গেছে। একই ভাবে প্রতিবেশি মো. আজাহারের ঘরের টিন কেটে নগদ ২ লক্ষাধিক টাকা ও স্বর্ণালাংকার লুট করে নিয়ে গেছে।
গত তিন মাসে সাটুরিয়া উপজেলার বিভিন্ন গ্রামে অচেতনাশক স্প্রে করে প্রায় ৫০ বাড়ি থেকে প্রায় কোটি টাকা লুট করে নিয়েছে এ চক্র। এত ঘটনা ঘটলেও সাটুরিয়া থানা পুলিশের কোন মাথা ব্যাথা নেই। ক্ষতিগ্রস্থ ব্যাক্তিরা স্থানীয় সাংবাদিকদের জানান, এ বিষয়ে সাটুরিয়া থানা পুলিশকে জানালে পুলিশ উল্টো আমাদের চোর বলে। এ কারণে আমরা অনেক ক্ষেত্রেই থানায় অভিযোগ করি না।
এদিকে বালিয়াটি বাজারের ব্যবসায়ী মো. আয়নাল হককে কোরবানি ঈদের দুদিন আগে তার দোকানে চায়ের সাথে অচেতনাশক খাওয়ে হত্যার চেষ্টা করেছিল ছিনতাইকারী আমিনুর ইমলাম। আসামীকে স্থানীয় ব্যবসায়ীরা ধরে পুলিশে সোপর্দ করলে পুলিশ রহস্যজনক কারণে তাকে ছেড়ে দেন। আসামীকে ছেড়ে দেওয়ায় চরম আতংঙ্ক বিরাজ করছে ব্যবসায়ীদের মধ্যে।
সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ সুকুমার বিশ্বাস বলেন, এ সংক্রান্ত ঘটনায় গত তিনমাসে ৬ টি মামলা হয়েছে। ওই ৬টি মামলায় কাউকে গ্রেফতার করা হয়নি। তবে মুক্তিযোদ্ধা পরিবারকে মামলা দিতে বলা হয়েছে। এ ঘটনায় মানিকগঞ্জ সদর সার্কেল মো. কামরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মামলার পর আসামী গ্রেফতার ও মালামাল উদ্ধারের জন্য অভিযান পরিচালনা করা হবে।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ৩০ জুলাই ২০২৩।