সাটুরিয়া প্রতিনিধি, ২৩ নভেম্বর:
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ফুকুরহাটি ইউনিয়নের কৃষ্টপুর গ্রামের হরগজ বাস ষ্টান্ডের অদুরে মেসার্স রাকিব এন্টার প্রাইজ নামে এক মিনি তেলের পাম্পে আগুন লেগে ব্যাপক ক্ষয় ক্ষতি হয়েছে।
শনিবার বিকাল ৫ টার দিকে এ ঘটনা ঘটে। খরব পেয়ে সাটুরিয়া ফায়ার সার্ভিসের দুই ইউনিট প্রায় ১ ঘন্টা চেষ্টা করে এ আগুন নিয়ন্ত্রনে আনে।
ততক্ষনে মিনি তেলের পাম্পে মজুদ থাকা সব তেল, একটি ঘর ও পাশের একটি মুরগির ফার্মে ১০ দিনের বয়সের সাড়ে ৪ হাজার ব্রয়লার মুরগির বাচ্চা ও ঘড় পুড়ে গেছে।
সাটুরিয়া ফায়ার সার্ভিসের ইনচার্জ মুজিবুর রহমান বলেন, প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে, মিনি মেশিনে তেল মটরসাইকেলে ভরাব সময় বৈদ্যতিক সর্ট সাকির্টের মাধ্যমে আগুন লেগে এ ক্ষয়ক্ষতি হয়।
এঘটনায় মালিক মুখছেদের ভাতিজা আহত আতাউর রহমানকে উদ্ধার করে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতলে ভর্তি করা হয়েছে।
সাটুরিয়া ফায়ার সার্ভিসের ইনচার্জ মুজিবুর রহমান আরো বলেন, এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ২৩ নভেম্বর ২০২৪।