সাটুরিয়ায় মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী র‌্যালি ও আলোচনা সভা

সাটুরিয়া  প্রতিনিধি, ১৪ জুলাই:

“মাদকের আগ্রাসন দৃশ্যমান, প্রতিরোধেই সমাধান” এই শ্লোগান নিয়ে মানিকগঞ্জের সাটুরিয়ায় পালিত হয়েছে আন্তর্জাতিক মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস ২০২৪।

এ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা মানিকগঞ্জের সাটুরিয়ায় রোববার সকাল ১১ টায় অনুষ্ঠিত হয়েছে।

সাটুরিয়া উপজেলা পরিষদের উদ্যোগে প্রথমে র‌্যালি অনুষ্ঠিত হয়। পরে উপজেলা হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান শাহজাহান আলী, সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসার শান্তা রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান আ খ ম নূরুল হক, সহকারী কমিশনার (ভূমি) তানভীর আহমদ, সাটুরিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান মো. সোহেল রানা মল্লিক, মুন্নি আক্তার প্রমুখ।

র‌্যালি ও আলোচনা সভায় বালিয়াটি ইউপি চেয়ারম্যান মীর সোহেল আহমেদ চৌধুরী, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, বালিয়াটি ঈশ^ও চন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আছালত জামান খান আরিফ, উপজেলা বিভিন্ন দপ্তরের প্রধানগন উপস্থিত ছিলেন।

মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ১৪ জুলাই ২০২৪।

আরো পড়ুুন