সাটুরিয়ায় ভোট গ্রহণ শেষ, চলছে গণনার কাজ

সাটুরিয়া প্রতিনিধি, ৭ জানুয়ারি:

সাটুরিয়া উপজেলার ৯টি ইউনিয়নের ৬০ টি কেন্দ্রে  একযোগে ভোট গ্রহণ শেষ হয়েছে বিকাল ৪ টায়। এর আগে রবিবার সকাল ৮ থেকে ভোট গ্রহণ শুরু হয়।

সহকারী রিটানিং কর্মকর্তা ও সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শান্তা রহমান বলেন, সবার সহযোগীতায় কোন প্রকার ঝোট ঝামেলা ছাড়া সাটুরিয়ায় শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ শেষ হয়েছে। চলছে  গণনার প্রস্তুতি।

তবে উপজেলার একাধিক কেন্দ্রে গিয়ে দেখা গেছে ভোটার উপস্থিতি কম। তবে সাটুরিয়ার কোন কোন কেন্দ্রে ভোটারদের দীর্ঘ সারি দেখা যায়নি।

অপর দিকে এ উপজেলায় ৬০ টি কেন্দ্রে কোন রকম বিশৃংখলার কোন খবর পাওয়া যায়নি।

সাটুরিয়া উপজেলায় ৯টি ইউনিয়নে মোট কেন্দ্র রয়েছে ৬০টি। ভোট কক্ষ থাকছে ৩৪১ টি। মোট ভোটার সংখ্যা ১ লক্ষ ৫০ হাজার ১ শত ২৪ জন।

আর মানিকগঞ্জ ৩ আসন সাটুরিয়া উজেলার ৯টি ইউনিয়ন, সদর উপজেলার ৭টি ও একটি পৌর সভার নিয়ে গঠিত। সেই হিসাবে এ আসনের মোট কেন্দ্রের সংখ্যা হচ্ছে ১৪৩ টি, ভোট কক্ষের সংখ্যা ৭৯৮ টি এবং মোট ভোটার রয়েছেন, ৩ লক্ষ ৫৮ হাজার ৪ শত ৫৯ জন।

উল্লেখ্য মানিকগঞ্জ-৩ আসনে সংসদ সদস্য প্রার্থী রয়েছেন মোট ৬ জন। এর মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জাহিদ মালেক (নৌকা), বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনএম) মনোনীত খালেক দেওয়ান (নোঙ্গর), কৃষক শ্রমিক জনতা লীগের প্রার্থী এম হাবিব উল্লাহ (গামছা), গণফোরাম মনোনীত প্রার্থী মফিজুল ইসলাম খান কামাল (উদীয়মান সূর্য), তৃণমূল বিএনপি’র মোয়াজ্জেম হোসেন খান মজলিশ (সোনালী আঁশ) এবং জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মোহাম্মদ জহিরুল আলম রুবেল (লাঙ্গল)।

আরো পড়ুুন