সাটুরিয়া প্রতিনিধি, ৫ জুন:
নানা আয়োজনের মধ্য দিয়ে জেলার সাটুরিয়া উপজেলায় বিশ্ব পরিবেশ দিবস ২০২৩ পালিত হয়েছে।
সোমবার সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার প্রশাসনের উদ্যোগে এক র্যালি উপজেলা পরিষদের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে এ উপলক্ষে উপজেলার হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরিবেশ
এতে বক্তব্য রাখেন সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসার শান্তা রহমান, উপজেলা প্যানেল চেয়ারম্যান-০১, শিউলি আক্তার, ভাইস চেয়ারম্যান আবুল বাশার বাদশা, সাটুরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খায়রুন্নাহার, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা মামুন-উর-রশিদ, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুনসহ আরও অনেকেই।
এসময় উপজেলার সকল দপ্তর প্রধানগণ, কর্মকর্তা, কর্মচারী, জনপ্রতিনিধিরা অংশ গ্রহণ করে।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ৫ জুন ২০২৩।