সাটুরিয়া প্রতিনিধি, ১৪ এপ্রিল:
বাংলা নববর্ষ ১৪৩২ কে স্বাগত জানিয়ে বৈশাখী শোভাযাত্রা করেছে সাটুরিয়া উপজেলা বিএনপি।
উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠন সূমহের উদ্যোগে ফিলিস্তিনের নিপীড়িত জনগণের প্রতি সহমর্মিতা জানিয়ে শোভাযাত্রা বিকাল ৪ টার দিকে উপজেলা পরিষদ থেকে শুরু হয়ে বালিয়াটি জমিদার বাড়ি গিয়ে শেষ হয়।
পরে জমিদার বাড়ির সামনে এক সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়।
সভায় সাটুরিয়া উপজেলা বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুছ খান মজিলিশ মাখনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আবুল বাশার সরকারের সঞ্চালনায় বক্তব্য রাখেন যুগ্ম সম্পাদক আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক শাহাীন আজাদ বিপ্লব, কৃষক দলের সভাপতি বরকত মল্লিক, সেচ্ছা সেবক দলের আহবায়ক মহসিন উজ্জামান মহসিন, যুবদলের আহবায়ক মোহাম্মদ আমীর হামজা, যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম বকুল, ছাত্রদলের সাবেক আহবায়ক সাদ্দাম হোসেনসহ আরও অনেকেই।
এসময় উপজেলা বিএপিরর বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ১৪ এপ্রিল ২০২৫।