সাটুরিয়া প্রতিনিধি, ২৫ ফেব্রুয়ারি:
জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার উদ্যোগে বালাইনাশকের খালি বোতল এবং প্যাকের্জি এর নিরাপদ নিস্পত্তির জন্য মিনি পাইলট প্রকল্প উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলা অডিটরিয়ামে এ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. খায়রুল হাসান।
সাটুরিয়ার উপজেলা নির্বাহী অফিসার মো. ইকবাল হোসেনের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, বাংলাদেশ এফএও প্রতিনিধি জিয়াকুন শি, মানিকগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক ড. রবীআহ নূর আহমেদ, পরিবশে অধিদপ্তরের জাতীয় প্রকল্প পরিচালক মো. ফরিদ আহমেদ, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, সাটুরিয়া উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ ইমরান হোসেন।
সভায় বক্তারা বলেন, বালাইনাশক খালি বোতল ও প্যাকেজিং এর নিরাপদ নিস্পত্তি সম্পর্কে কৃষকদের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে সবাইকে সচেতন করা হবে। এই বোতল খালি বোতল ও প্যাকেজিং এক বছরে সর্বোচ্চ পাঁচ মেট্রিক টন পর্যন্ত বিপজ্জনক বালাইনাশক প্যাকেজিং বর্জ্য সংগ্রহ এবং এর পরিবেশবন্ধব নিসস্পত্তি লক্ষ নিয়ে এই উদ্যোগটি গেøাবাল এনভায়রনমেন্ট ফ্যাসিলিটি অর্থায়নে বাস্তবায়িত হচেছ। যা ভ‚গর্ভস্থ পানির দূষণ রোধ, বন্যপ্রাণী রক্ষা, বায়ু দূষণ হ্রাস, বর্জ্য পুনর্ব্যবহার এবং বাস্ততন্ত্রের ভারসাম্য রক্ষা করে স্বাস্থ্য, পরিবার এবং ফসল রক্ষা করবে এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করবে।
সাটুরিয়া উপজেলায় মিনি পাইলট প্রকল্প চালু হল। এতে কয়েকশ কৃষক, বিভিন্ন দপ্তর প্রধান ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ২৫ ফেব্রুয়ারি ২০২৫।