সাটুরিয়া প্রতিনিধি ১০ এপ্রিল:
মানিকগঞ্জের সাটুরিয়া প্রেসক্লাবের সভাপতি পদে এম নজরুল ইসলাম (দৈনিক ইত্তেফাক) সাধারণ সম্পাদক প্রকৌশলী মুহাম্মাদ লুৎফর রহমান (দৈনিক সংবাদ) নির্বাচিত হয়েছেন।
রবিবার রাতে প্রেসক্লাব কার্যালয়ে কমিটির নাম ঘোষণা করেন আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য ও সাটুরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আব্দুল মজিদ ফটো।
কমটির অন্যান্য পদে সহ-সভাপতি মোহাম্মদ হোসেন জয় (ভোরের কাগজ), যুগ্ম সাধারণ সম্পাদক মো. কাওছার আহাম্মদ (মাই টিভি), অর্থ সম্পাদক মো. আল- মামুন (দৈনিক স্বাধীন বাংলা, প্রচার সম্পাদক মাহবুবুর রহমান রানা (আলোকিত সকাল), দপ্তর সম্পাদক এ্যাডভোকেট মো. আতোয়ার রহমান (মানবজমিন), ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয় সম্পাদক মাহমুদুল হাসান মনি (দৈনিক আজকালের খবর)।
কার্যকারী সদস্য হাসান ফয়জী ( দৈনিক দেশ রুপান্তর ও এসএ টিভি ), মো. শহিদুল ইসলাম শহিদ ( দৈনিক যায়যায়দিন ), আপেল মাহমুদ চৌধুরী (দৈনিক আমার সংবাদ) ১১ সদস্য বৈশিষ্ট্য একটি কার্যকারী কমিটি আগামী দুই বছরের জন্য সকল সদস্যদের সম্মতিক্রমে অনুমোধন করা হয়।
এসময় সাটুরিয়া থানা ও সাটুরিয়া উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ১০ এপ্রিল ২০২৩।