সাটুরিয়া প্রতিনিধি, ২৬ মে:
আসন্ন উপজেলা নির্বাচন ২০২৪ এর ৩য় ধাপের ২৯ মে নির্বাচনে চেয়াম্যান, পুরুষ ভাইস চেয়াম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে সাটুরিয় উপজেলা নির্বাহী অফিসার শান্তা রহমানের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকাল ১১ টার দিকে উপজেলা হলরুমে আলোচনা সভায় আচরণ বিধিসহ বিভিন্ন বিষয়ে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার শান্তা রহমান।
এসময় চেয়ারম্যান ৬ জন উপজেলা চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন, মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক, বালিয়াটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এবং সাবেক ইউপি চেয়ারম্যান মো. রুহুল আমিন, সাটুরিয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মো. গোলাম হোসেন, সহ সভাপতি মো. আমজাদ হোসেন লালমিয়া, বালিয়াটি ইউনিয়নের হাজিপুর গ্রামের পীরজাদা মোশারফ হোসেন, সাটুরিয়া উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোহাম্মদ আব্দুল ওয়াদুদ।
পুরুষ ভাইস চেয়ারম্যন পদ প্রার্থীদের মধে ছিলেন, সাটুরিয়া উপজেলা জাসদের যুগ্ন আহবায়ক ফয়েজ আহম্মেদ,উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বেলাল হোসেন, সাটুরিয়া উপজেলা শ্রমিক লীগের আহবায়ক মো. আঃ মাজেদ।
মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী সাটুরিয়া উপজেলা বিএনপি মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপি নেতা ও বালিয়াটি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সদ্য প্রয়াত আব্দুস সোবহানের কন্যা মুন্নি আক্তার, সাটুরিয়া উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেফালি আক্তার, সাটুরিয়া ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি সুলতানা বেগম উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার শান্তা রহমান বলেন, আপনারা নির্বাচনে আগে, নির্বাচনের দিন এবং পরে পরিবেশ শান্ত রাখার দায়িত্ব আপনাদের। আমি আশা করছি, জাতীয় নির্বাচনের মত এ নির্বাচন অবাধ ও সুষ্ঠ হবে আপনাদের সহযোগীতায়। আপনাদের অবগতির জন্য যানাচ্ছি, মোবাইল টিম মাঠে রয়েছে, কোথায় কোন আচরণ বিধি লংঘন হলে শাস্তির আয়তায় নিয়ে আসা হবে।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ২৪ মে ২০২৪।