সাটুরিয়ায় প্রশিক্ষণ কর্মশালা

সাটুরিয়া প্রতিনিধি, ১৮ জুন:

জেলার সাটুরিয়ায় পার্টনার ইন পপুলেশন এন্ড ডেভেলপমেন্ট ( পিপিডি) সার্বিক সহযোগিতায় প্রাতিষ্ঠানিক ডেলিভারি এবং প্রসব পরবর্তী রক্তক্ষরণে মিসোপ্রোস্টল ট্যাবলেটের ব্যবহার সম্বন্ধে  দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা হয়েছে।

সাটুরিয়া উপজেলা পরিবার পরিকল্পনা অফিস আয়োজনে রবিবার সকালে সাটুরিয়া গনকল্যাণ ট্রাস্টে অনুষ্ঠিত হয়েছে।

এতে বক্তব্য রাখেন মানিকগঞ্জের পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক মো. মনিরুজ্জামান খান,সহকারী পরিচালক মো: কুতুবউদ্দিন চৌধুরী, সহকারী পরিচালক মো: নাসিম উদ্দিন, সাটুরিয়া উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জিনাত ফারজানা।

আরও বক্তব্য রাখেন সাটুরিয়া প্রেসক্লাবের সভাপতি এম নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো: লুৎফর রহমান,  মেডিকেল অফিসার ডা. তাজরিয়ান লোপা, ডা.আসিফা আশরাফীসহ আরও অনেকেই।

প্রশিক্ষনে  বিভিন্ন ইউনিয়নের  চেয়ারম্যান, কিশোর-কিশোরী,  শিক্ষক, সাংবাদিক, গর্ভবতী মহিলা ও তাদের পরিবারের সদস্য এবং পরিবার পরিকল্পনা অফিসের স্বাস্থ্যকর্মীরা অংশগ্রহণ করেন।

মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ১৮ ‍জুন ২০২৩।

আরো পড়ুুন