প্রতিনিধি, ২১ নভেম্বর:
নানা কর্মসূচির মধ্য দিয়ে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় পাক হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার সকালে মুক্তিযোদ্ধা মার্কেট থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি সাটুরিয়া বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।
পরে মুক্তিযোদ্ধা কার্যালয়ের সামনে আলোচনা সভায় অনুষ্ঠিত হয়।
সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসার শান্তা রহমানের সভাপতিত্বে উক্ত সভায় বক্তব্য রাখেন জেলার সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. মমিন উদ্দিন খান, সাটুরিয়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আ খ ম নুরল হক।
সাটুরিয়া উপজেলা মুক্তিযোদ্ধা সমবায় সমিতির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. হাসান আলীর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ সুকুমার বিশ্বাস, সাটুরিয়া ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন পিন্টু।
অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন শিবালয় উপজেলার সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. আবুল কাশেম, সাটুরিয়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. লুৎফর রহমান, মানিকগঞ্জ জেলা পরিষদের সদস্য রাজ্জাক হোসেন রাজ, সাটুরিয়া উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শিউলি আক্তার।
সভায় উপজেলার সকল মুক্তিযোদ্ধা ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।শোভাযাত্রা ও সভার আয়োজন করে সাটুরিয়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ২১ নভেম্বর ২০২৩।