সাটুরিয়ায় নির্বাচনী সরঞ্জাম পাঠানো হচ্ছে কেন্দ্রে কেন্দ্র

সাটুরিয়া প্রতিনিধি, ৬ ডিসেম্বর:

রাত পোহালেই দ্বাদশ জাতীয় নির্বাচন। মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় সকাল ১০ টা থেকে নির্বাচনী সরঞ্জাম কেন্দ্রে পাঠানো শুরু হয়েছে।

সহকারী রিটানিং কর্মকর্তা ও সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শান্তা রহমান উপজেলা মডেল মসজিদ থেকে প্রিজাইডিং অফিসাদের নিকট নির্বাচনী সরঞ্জাম তোলে দিয়েছেন।

সাটুরিয়া উপজেলায় ৯টি ইউনিয়নে মোট কেন্দ্র রয়েছে ৬০টি। ভোট কক্ষ থাকছে ৩৪১ টি। মোট ভোটার সংখ্যা ১ লক্ষ ৫০ হাজার ১ শত ২৪ জন।

আর মানিকগঞ্জ ৩ আসন সাটুরিয়া উজেলার ৯টি ইউনিয়ন, সদর উপজেলার ৭টি ও একটি পৌর সভার নিয়ে গঠিত। সেই হিসাবে এ আসনের মোট কেন্দ্রের সংখ্যা হচ্ছে ১৪৩ টি, ভোট কক্ষের সংখ্যা ৭৯৮ টি এবং মোট ভোটার রয়েছেন, ৩ লক্ষ ৫৮ হাজার ৪ শত ৫৯ জন।

উল্লেখ্য মানিকগঞ্জ-৩ আসনে সংসদ সদস্য প্রার্থী রয়েছেন মোট ৬ জন। এর মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জাহিদ মালেক (নৌকা), বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনএম) মনোনীত খালেক দেওয়ান (নোঙ্গর), কৃষক শ্রমিক জনতা লীগের প্রার্থী এম হাবিব উল্লাহ (গামছা), গণফোরাম মনোনীত প্রার্থী মফিজুল ইসলাম খান কামাল (উদীয়মান সূর্য), তৃণমূল বিএনপি’র মোয়াজ্জেম হোসেন খান মজলিশ (সোনালী আঁশ) এবং জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মোহাম্মদ জহিরুল আলম রুবেল (লাঙ্গল)।

সহকারী রিটানিং কর্মকর্তা ও সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শান্তা রহমান এর আগে সকালে প্রিজাইডিং অফিসার ও নির্বচনে দায়িত্বে থাকা সকল পুলিশ, আনসার সদস্যদের ব্রিফিং করেন। এ সময় তিনি বলেন, যে কোন পরিস্থিতে সাটুরিয়া উপজেলার ৬০ টি কেন্দ্রে অবাধ ও সুষ্ঠ নির্বাচন অনুষ্ঠিত হবে। সুষ্ঠ নির্বাচনের জন্য নির্বাচনে থাকা সকলকে সার্বিক সহযোগীতা করা হবে। এর ব্যাত্তয় ঘটলে তার দায় দায়িত্ব নিজ নিজ কর্মকর্তাকেই বহন করতে হবে।

মানিকগঞ।জ২৪/ হা.ফ/ ৬ ডিসেম্বর ২০২৪।

আরো পড়ুুন