সাটুরিয়া প্রতিনিধি, ২৬ আগষ্ট:
ধর্মীয় নানা আয়োজনের মধ্য দিয়ে মানিকগঞ্জের সাটুরিয়ায় পালিত হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি, তথা শুভ জন্মাষ্টমী। এ উপলক্ষে সোমবার সকালে সাটুরিয়া উপজেলার বালিয়াটি শ্রী শ্রী গদাই গৌরিয় মঠ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করে সনাতন ধর্মীয় প্রতিষ্ঠান।
র্যালিটি মঠ থেকে শুরু হয়ে বালিয়াটি জমিদার বাড়ি হয়ে উপজেলা পরিষদ হয়ে বালিয়াটির প্রধান প্রধান সড়ক শেষে একই স্থানে গিয়ে শেষ হয়।
র্যালিতে উপস্থিত ছিলেন, বালিয়াটি ইউপি চেয়ারম্যন মীর সোহেল আহমেদ চৌধুরী, বালিয়াটি রামকৃষ্ণ মিশনের স্বামী আধিনন্দ মহারাজ, মানিকগঞ্জ জেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট আওয়াল খান, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাটুরিয়া শাখার সাধরণ সম্পাদক প্রদীপ বাকালী, মানিকগঞ্জ জেলা জিয়া পরিষদের সদস্য সচিব ও সাটুরিয়ার সাবেক ভাইস চেয়ারম্যান এডভোকেট সোহরাব হোসেন, সাটুরিয়া উপজেলা বিএনপির যুগ্ন সম্পাদক মো. জমশের আলী, দপ্তর সম্পাদক আব্দুর রউফ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাটুরিয়া শাখার সাবেক সভাপতি সমরেন্ধু সাহা লাহোর, সহ সভাপতি মন্তোষ সাহা, বালিয়াটি ইউনিয়ন বিএনপির সহ সভাপতি আবু সাঈদ, সহ সভাপতি আব্দুল খালেক সেবু, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, যুগ্ন সম্পাদক রফিকুল ইসলাম মল্লিক, বিএনপি নেতা জহির মল্লিক, যুব বিষয়ক সম্পাদক মো. লুৎফর রহমান, বালিয়াটি ইউনিয়ন যুবদলের সভাপতি মাসুদুর রহমান খান স্বপন, সাধারণ সম্পাদক জয়নুল আবেদীনসহ উপজেলা ও বালিয়াটি ইউনিয়ন বিএনপির বিভিন্ন অংগ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ২৬ আগষ্ট ২০২৪।