সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি, ২৬ মার্চ
মানিকগঞ্জের সাটুরিয়ায় উপজেলা নানা আয়োজনে মাহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৪ পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে সাটুরিয়া উপজেলা পরিষদ চত্তরে নির্মিত শহীদ বেদিতে ভোরে তুপধ্বনি, পুস্পস্থতবক অর্পণ ও বীরমুক্তিযোদ্ধাদের সংবর্ধনা সহ নানা আয়োজন করা হয়।
মঙ্গলবার সকাল ৮ টার দিকে বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য ও সাটুরিয়া উপজেলা চেয়ার্যামন অ্যাডভোকেট আব্দুল মজিদ ফটো এবং সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শান্তা রহমান প্রথমে শহীদ বেদিতে পুস্পস্থতবক অর্পণ করেন।
পরে সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম মোল্যা, মুক্তিযোদ্ধা, অফিসার ক্লাব, বিভিন্ন দপ্তপর প্রধানগণ, আওয়ামী লীগ, সাটুরিয়া প্রেসক্লাব, যুবলীগ, ছাত্রলীগ, স্বোচ্ছাসেবক লীগসহ বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান সহ সর্বস্তরের মানুষ শহীদ বেধীতে সম্মান জানান।
পরে সাটুরিয়া উপজেলা চেয়াারম্যান অ্যাডভোকেট আব্দুল মজিদ ফটো, সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শান্তা রহমান, সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম মোল্যা বালিয়াটি ঈশ্বর চন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠে সালাম গ্রহণ করেন। পায়রা ও বেলুন অবমুক্ত করেন। সংক্ষিপ্ত কুচওয়াজ পদর্শন শেষে শহীদ মুক্তিযোদ্ধা পরিবার ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ২৬ মার্চ ২০২৪।