সাটুরিয়ায় ধর্মীয় শিক্ষার্থী- শিক্ষকদের মাঝে পুরুস্কার বিতরণ

সাটুরিয়া  প্রতিনিধি, ২২ সেপ্টেম্বর:

জেলার সাটুরিয়ায় উপজেলায় ধর্মীয় শ্রেষ্ঠ শিক্ষক- শিক্ষার্থীদের মাঝে পুরুস্কার বিতরণ অনুষ্ঠান রবিবার উপজেলা মডেল মসজিদেও হলরুমে অনুষ্ঠিত হয়েছে।

ইসলামিক ফাউন্ডেশন সাটুরিয়া উপজেলা শাখার উদ্যোগে উপজেলার ১২২ টি কেন্দ্রের মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের আওয়াতায় প্রাক প্রাথমিক ও সহজ কুরআন শিক্ষা কেন্দ্রের ২০২৩ শিক্ষা বর্ষের ৩ জন করে শ্রেষ্ঠ শিক্ষার্থী এবং উপজেলায় ৩ জন শ্রেষ্ঠ শিক্ষকদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরুস্কার বিতরণ ও বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশন মানিকগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. হারেস সিনহা।

ইসলামিক ফাউন্ডেশনের সাটুরিয়া শাখার নবাগত ফিল্ড সুপার ভাইজার মো. মাইনুদ্দিনের সভাপতিত্তে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইফামার সহকারী পরিচালক মো. সাখাওয়াত হোসেন, ফিল্ড অফিসার মো. হাবীবুর রহমান, মাষ্টার টেইনার মাওলানা মো. আশরাফুল আলম, ফিল্ড সুপারভাইজার মো. রেজাউল করিম, মডেল কেয়ারটেকার (ভারপ্রাপ্ত) শাহিন সরকার, সাধারণ কেয়ারটেকার মাওলানা মনিরুজ্জামান জিহাদী, মাওলানা রফিকুল ইসলামসহ আরও অনেকেই।

সভায় ১২২ জন ধর্মীয় শিক্ষক, শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।

মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ২২ সেপ্টেম্বর ২০২৪।

আরো পড়ুুন