সাটুরিয়ায় ধর্মীয় শিক্ষকদের নিয়ে কর্মশালা

সাটুরিয়া প্রতিনিধি, ২০ জুন

মাদক,বাল্য বিয়ে ও জঙ্গী দমনে ধর্মীয় শিক্ষকদের নিয়ে কর্মশালা ও ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষকদের মাসিক সমন্নয় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলা মডেল মসজিদের হলরুমে এই কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

ইসলামিক ফাউন্ডশনের সাটুরিয়া উপজেলার দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা সেলিম হোসাইনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মানিকগঞ্জ জেলা পরিষদের সদস্য ও কেন্দ্রীয় সেচ্ছা সেবক লীগের সদস্য রাজ্জাক হোসেন রাজ।

এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডশনের সাটুরিয়া উপজেলার মডেল কেয়ারটেকার মাওলানা হাবিবুল্লাহ, সাধারণ কেয়ারটেকার মাওলানা মনিরুজ্জামান জিহাদী, মাওলানা রফিকুল ইসলাম, মাওলানা শাহিন সরকার, দৈনিক দেশ রুপান্তর ও এস এ টিভির মানিকগঞ্জ জেলা প্রতিনিধি হাসান ফয়জীসহ আরও অনেকেই।

মসজিদের খুদবায় মাদক, বাল্য বিয়ে ও জঙ্গী দমনে মুসুল্লীদের সামনে বক্তব্য রাখার অনুরুধ করেন বক্তারা। এতে একশত বাইশ শতাধিক ধর্মীয় শিক্ষক, শিক্ষীকা ও মসজিদের ইমাম অংশ নেন।

মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ২০ জুন ২০২৩।

আরো পড়ুুন