সাটুরিয়া প্রতিনিধি, ১৬ জুন:
দুগ্ধ খামার ব্যবস্থাপনায় উত্তম চর্চা বিষয়ক ০২ দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালা শুক্রবার সকাল ১১ টার দিকে সাটুরিয়া উপজেলা প্রাণী সম্পদ কার্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়েছে।
মানিকগঞ্জ জেলা প্রাণী সম্পদ অফিসের আয়োজনে জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ মাহবুবুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মানিকগঞ্জ জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসার শান্তা রহমান, সহকারী কমিশনার (ভূমি) খায়রুন্নাহার, সাটুরিয়া উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মো. খোকন হোসেনসহ আরও অনেকেই।
কর্মশালায় সাটুরিয়া উপজেলার ৯টি ইউনিয়ন থেকে ৮০ জন খামারী অংশ গ্রহণ করে।
বক্তারা দুধ বিক্রির পাশা পাশি প্রতিদিন ২ লিটার করে দুধ বাছুর কে খাওয়ানোর পরামর্শ দেন। দাম কমে গেলে কিভাবে সংরক্ষণ করা যায়, ঢাকায় বিনা খরচে বিক্রির বিভিন্ন দিক তোলে ধরেন।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ১৬ জুন ২০২৩।