সাটুরিয়া প্রতিনিধি, ৯ মার্চ.
ডেভিল হান্ট’ অপারেশনে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার হরগজ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক লিটন মিয়াকে (৪২) আটক করেছে সাটুরিয়া থানা পুলিশ।
শনিবার গভীর রাতে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
রোববার (৯ মার্চ) সকালে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন সাটুরিয়া থানার অফিসার মো. শাহিনুল ইসলাম।
আটক লিটন মিয়া উপজেলার হরগজ ইউনিয়নের দক্ষিণপাড়া মৃত আফাজ উদ্দিনের ছেলে ও হরগজ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক।
সাটুরিয়া থানার অফিসার মো. শাহিনুল ইসলাম আরো বলেন, দরগ্রাম উচ্চ বিদ্যালয়ে আগুন ও ভাংচুর মামলায় আটক দেখিয়ে যুবলীগ নেতা লিটন মিয়াকে আইনী প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ৯ মার্চ ২০২৫।