সাটুরিয়ায় ডিজিটাল উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত

প্রতিনিধি, ৭ নভেম্বর:

সবার জন্য উদ্ভাবন স্লোগানকে সামনে রেখে উপজেলা পর্যায়ে ডিজিটাল উদ্ভাবনী মেলা ২০২২ সাটুরিয়ায় অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সন্ধায় উপজেলা পরিষদ চত্তরে পুরুস্কার বিতরণীর মাধ্যমে এ দিন ব্যাপি ডিজিটাল মেলার সমাপ্ত ঘোষনা করেন সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসার শারমিন আরা।

মেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ইউনিয়ন ডিজিটাল সেন্টার, ডিজিটাল পল্লী, পল্লি বিদ্যুৎসহ উপজেলার সকল দপ্তরের ষ্টলের মাধ্যমে তাদের কার্যক্রম তোলে ধরেন। মেলায় বসেই তাৎক্ষনিত সেবা গ্রহণ পেয়ে গ্রাহকগুন খুশি হয়েছেন।

সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসার শারমিন আরা বলেন, মেলায় কুইজ প্রতিযোগীতায় প্রতি বিভাগে ৩ জন, মেলায় সেব গ্রহণে পল্লি বিদুৎ অফিসকে প্রথম, ইউনিয়ন ভূমি অফিসকে ২য় এবং সাটুরিয়া থানাকে ৩য় শ্রেষ্ঠ ঘোষনা করা হয়। পল্লি বিদ্যুৎ অফিস মেলায় মিটারের আবেদন করে গ্রাহক মেলায় থাকা অবস্থায় বাড়িতে বিদ্যুৎ সংযোগ পেয়েছেন, নামজারি আবেদন করে তাৎক্ষনিত সেবা পেয়েছেন, থানা পুলিশ তাৎক্ষনিত অনলাইন জিডি কপি সেবা দিয়েছেন। তাছাড়া ইউনিয়ন ডিজিটাল সেন্টার তাদের সকল সেবা মেলায় ফ্রি করে দিয়েছন। মেলায় বসে গ্রাহক ডিজিটাল সেন্টারের লক্ষ লক্ষ টাকা লেন দেন করেছন। প্রতিটি দপ্তরই মেলায় গ্রাহকদের সেবা দিয়েছেন।

মেলা উপলক্ষে আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে সহকারী কমিশনার (ভূমি) খাইরুন নাহার, সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ সুকুমার বিশ্বাসসহ বিভিন্ন দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন। মেলায় বিভিন্ন দপ্তরের ৩৪ টি ষ্টল অংশ গ্রহণ করে।

মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ৭ নভেম্বর ২০২২।

আরো পড়ুুন