সাটুরিয়া প্রতিনিধি, ২ নভেম্বর.
সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ প্রতিপাদ্যকে সামনে রেখে মানিকগঞ্জের সাটুরিয়ায় ৫৩ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।
শনিবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা উত্তোলন ও র্যালি করা হয়।
র্যালি শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সাটুরিয়া উপজেলা সমবায় কর্মকর্তা মো.মাকসুদ হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মো. তানভির আহমদ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মানিকগঞ্জ জেলা বিএনপি আইন বিষয়ক সম্পাদক ও সাটুরিয়া উপজেলা বিএনপি সহ-সভাপতি এডভোকেট মো.আব্দুল আওয়াল ,সাবেক সাটুরিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান ও বিএনপি নেতা এডভোকেট সোহরাব হোসেন, বিএনপি নেতা মো.বরকত মল্লিক,সাটুরিয়া প্রেসক্লাবের সভাপতি মো.জাহাঙ্গীর আলম প্রমুখ।
মানিকগঞ্জ২৪/ হা. ফ/ ২ নভেম্বর ২০২৪।