সাটুরিয়ায় জাতীয় শোক দিবস পালিত

সাটুরিয়া প্রতিনিধি, ১৫ আগষ্ট

দিনব্যাপী নানা কর্মসূচীর মধ্যদিয়ে মানিকগঞ্জের সাটুরিয়ায় পালিত হয়েছে জাতীয় শোক দিবস।

দিবসটি উপলক্ষে সকালে সাটুরিয়া উপজেলা পরিষদ চত্তরে জাতীর পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রথমে আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য অ্যাডভোকেট আব্দুল মজিদ ফটো ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শান্তা রহমান শ্রদ্ধাঞ্জলি জানান।

পরে সর্বস্তরের মানুষ শ্রদ্ধা নিবেদন করেন। পর্যায়ক্রমে শহীদ স্মৃতিস্তম্ভে স্থাপিত এই প্রতকিৃতি উপজেলা প্রশাসন, আওয়ামী লীগ, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংগঠন, সাটুরিয়া প্রেসক্লাব সহ নানা সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান শ্রদ্ধাঞ্জলি জানায়।

এসময় সাটুরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. ফজলুর রহমান, সাধারণ সম্পাদক আফাজ উদ্দিন, সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ সুকুমার বিশ্বাসসহ উপজেলা বিভিন্ন দফতর প্রধানগণ, শিক্ষক, উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন অংগ সংগঠনের নের্তবৃন্দসহ শত শত বিভিন্ন পেশাজিবী মানুষ অংশ গ্রহণ করেন।

দিবসটি উপলক্ষে রয়েছে আলোচনা সভা, দোয়া মাহফিল ও গণভোজ।

মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ১৫ আগষ্ট ২০২৩।

আরো পড়ুুন