সাটুরিয়া প্রতিনিধি, ২৩ জুন:
মানিকগঞ্জের সাটুরিয়াায় জমি সংক্রান্তের জের ধরে এক প্রবাসীর স্ত্রীর উপর হামলা চালানোর অভিযোগ পাওয়া গেছে। আহত তারা ভানু সাটুরিয়া ৫০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে। এ ব্যাপারে প্রবাসীর ছেলে তারেক হোসেন সাটুরিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
ঘটনাটি ঘটেছে সাটুরিয়া উপজেলার দিঘুলিয়া ইউনিয়নের চাচিতারা গ্রামে। শুক্রবার ভোরে তারা ভানুর উপর অতর্কিত হামলা করে একই গ্রামের স্বাজ্জাদ হোসেন স্বাধীন।
বিষয়টি প্রবাসীর পুত্র তারেক হোসেন বলেন, আমারা নানা ২০০৪ সনে সাটুরিয়া সাব রেজিষ্ট্রি অফিসে ৭৫৩ নাম্বার ধানপত্র দলিল মূলে আমার মাকে ১৬ শতাংশ জমি লিখে দেন। এর মধ্যে ৭ শতাংজ জমি নিয়ে প্রতিবেশী মকুল, মমতাজ বেগমের সাথে বিরোধ চলে আসছে। এ নিয়ে গত ২০ জুন (মঙ্গলবার ) সন্ধা সাড়ে ৬টার দিকে চাচিতারা গ্রামের স্বাজ্জাদ হোসেন স্বাধীন, সালেহা বেগম ও হালিম মিয়া আমাদের বাড়িতে আক্রমণ করে। এ সময় মার তারা ভানুকে মারধর করে। বিষয়টি নিয়ে আমরা এলাকায় মাদবর ও ইউনিয়ন পরিষদে বিচার চাইলেও পাই নি।
প্রবাসীর স্ত্রী তারা ভানু বলেন, ২০ জুনের ঘটনার রেশ না কাটতেই শুক্রবার ভোর সাড়ে ৫ টার দিকে আমি প্রকৃতির কাজে বের হই। এসময় উৎ পেতে থাকা প্রতিবেশী স্বাজ্জাদ হোসেন স্বাধীন আমাকে ধা নিয়ে আক্রমণ করে। আমার হাতে ও পিঠে কুপ দেয়। আমার চিৎকারে প্রতিবেশীরা আমাকে উদ্ধার করে। পরে দেখি আমি হাসপাতালে আছি।
এ ব্যাপরে চাচিতারা গ্রামের নুরুল ইসলাম বলেন, তারা ভানুর দলিল মূলে জমির মালিক হলেও মকুল, মমতাজ বেগম জোর করে ৭ শতাংশ জমি দখল করে রেখেছে। তারা জমির মালিক কিভাবে হল দলিল দেখাতে পারে না।
একই গ্রামের আকালী খান বলেন, এ নিয়ে তারা ভানুকে শুক্রবার নিয়ে মোট ৩ বার হামলা করেছে প্রতিপক্ষরা। এ নিয়ে এলাকায় ও ইউনিয়ন পরিষদের বিচাই চাইলে তারা অপরাগতা প্রকাশ করেছে।
দিঘুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম বলেন, শুক্রবার ভোরে প্রবাসীর স্ত্রী তারা ভানুর উপর আক্রমন করে। পরে তাকে উদ্ধার করে সাটুরিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে অভিযুক্ত স্বাজ্জাদ হোসেন স্বাধীন বলেন, আমার সাথে তাদের কোন বিরোধ নাই। শুক্রবার ও ২০ জুন আমি তারা ভানুকে মারধর করি নাই। আমার বিরুদ্ধে মিথ্যা অপ্রচার চালাচ্ছে বলেও অভিযোগ করেন।
আরেক অভিযুক্ত মুকুল মারধরে বিষয় অস্বীকার করে বলেন, আমি তারা ভানুকে বলছি জমি পেলে নিয়ে যান। আমার বাড়িতে তারা ভানু আক্রমন করে আমাকে, স্ত্রী ও ভাতিজাকে মারধর করে। আমাদের আত্বরক্ষার জন্য আমি তাকে শুধু ধাক্কা দিয়েছি।
এ ব্যাপারে সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ সুকুমার বিশ্বাস বলেন, লিখিত অভিযোগ পেয়ে ঘটনা স্থলে ফোর্স পাঠিয়েছি। বিষয়টি তদন্ত করে দোষীদের আইনের আওতায় নিয়ে আসা হবে।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ২৩ জুন ২০২৩।