সাটুরিয়া প্রতিনিধি, ৩০ সেপ্টেম্বর:
মানিকগঞ্জের সাটুরিয়ায় ছাগলের রোগ নির্মূলে পিপিআর টিকা কর্মসূচি শনিবার সকাল ১১ টার দিকে বালিয়াটি মিনি স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।
এতে বক্তব্য রাখেন সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসার শান্তা রহমান, বালিয়াটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মীর সোহেল আহমেদ চৌধুরী, সাটুরিয়া উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা: মো: খোকন হোসেনসহ আরও অনেকেই।
বক্তারা বলেন, সমগ্র সাটুরিয়া উপজেলার প্রতিটি ইউনিয়নে গিয়ে বিনা মূল্যে ছাগলের রোগ নির্মূলে প্রতিটি ছাগলকে এই ভ্যাকসিন প্রধান করা হবে।
এসময় উপজেলা প্রাণী সম্পদ দপ্তরের বিভিন্ন কর্মকর্তা ও বালিয়াটি ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ছাগল চাষীরা উপস্থিত ছিলেন।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ৩০ সেপ্টেম্বর ২০২৩।