সাটুরিয়ায় চোরাই পাওয়ার টিলারসহ চোর চক্রের ৬ সদস্য গ্রেফতার

সাটুরিয়া প্রতিনিধি, ২৩ আগষ্ট:

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় অভিযান পরিচালনা করে চুরি যাওয়া বেশ কয়েকটি পাওয়ার টিলার জব্দ করেছে পুলিশ। এ সময় চুরির অভিযোগে আন্তজেলা চোর চক্রের ৬ সদস্যকে গ্রেফতার করা হয়।

বুধবার সকালে সাটুরিয়া থানা চত্তরে মানিকগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান সাটুরিয়া থানায় এক প্রেস বিফ্রিংয়ের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।

মোহাম্মদ গোলাম আজাদ খান বলেন, মানিকগঞ্জের বিভিন্নস্থানে কৃষকদের পাওয়ার টিলার এবং জমিতে পানি দেওয়ার জেলারেটর চুরির লিখিত অভিযোগ করে থানায়। পরে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আন্তজেলা চোর চক্রের ৬ সদস্যকে গ্রেফতার করা হয়। এবং পাওয়ার টিলার ৬টি, ২ টি পুরাতন জেনারেটর যাহার প্রতিটির সাথে ১টি স্যালো মেশিন সংযুক্ত, পানির পাম্পসহ ৩টি স্যালো মেশিন ও পুরাতন ৬টি স্যালো মেশিন জব্দ করা হয়। যাহার আনুমানিক মূল্য ১৪ লক্ষ ৯৩ হাজার টাকা। গ্রেফতারকৃতরা এ চুরির সাথে জড়িত বলে স্বীকার করেছে। বিভিন্ন স্থান থেকে চুরি করে তারা এ মালামাল ধামরাইতে নিয়ে বিক্রি করতো।

গ্রেফতার কৃতরা হলো, সাটুরিয়ার উপজেলার ধানকোড়া ইউনিয়নের কামতার কমর দেওয়ান (৩৪), হরগজ ইউনিয়নের হরগজ নদীর উত্তর পার গ্রামের মো: শরীফুল ইসলাম (২৯), রাজু মিয়া (২৬), মো: রাজীব হোসেন (৩০), মো: রুবেল হোসেন (৩৫) এবং ঢাকা জেলার ধামরাই উপজেলার নগৎনগর গ্রামের আব্দুল লতিফ (৫০)।

সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস বলেন, অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধারকৃত মালামাল যাচাই বাচাই শেষে প্রকৃত কৃষকদের নিকট হস্তান্তর করা হবে। আসামীদের আইনি পক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।

মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ২৩ আগষ্ট ২০২৩।

আরো পড়ুুন