সাটুরিয়ায় গাছের সাথে শত্রুতা

সাটুরিয়া প্রতিনিধি, ২২ সেপ্টেম্বর.

সাটুরিয়া উপজেলার পাতিলাপাড়া এলাকায় জমিজমার বিরোধের জের ধরে দু’শতাধিক গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা।

সরেজমিন শনিবার বিকেলে বরাইদ ইউপি কমপ্লেক্স খেলার মাঠ সংলগ্ন গোপালপুর – সাভার সড়কের পূর্বধার ঘেঁষে স্থানীয় মোঃ বরকত আলীর (৭০) ভূমির দুই শতাধিক চারা কাঠগাছ কাটা অবস্থায় মাটিতে পরা দেখা যায়। কোন কোন চারাগাছ আবার একটু দূরে উপরিয়ে ফেলা দেখা গেছে। স্থানীয় দুর্বৃত্তরা এসব গাছ কেটে ফেলেছে বলে সাটুরিয়া থানায় অভিযোগ করা হয়েছে।

ভুক্তভোগীর পুত্র মোহাম্মদ নুরুল আমিন অভিযোগ করে বলেন, কয়েক যুগ আগে ক্রয় সূত্রে আমার পিতা এই জমির মালিক হয়ে ভোগ দখল করছেন, কিন্তু একটি কচক্রী মহল বিভিন্ন সময়ে বিভিন্ন অজুহাতে আমাদের জমিটি দখল নেওয়ার প্রচেষ্টা চালায়,।সর্বশেষ পাতিলাপারা মৌজার আরএস-১৯৩ দাগে আমাদের ১৮ শতাংশ জমিতে আমরা অনেক টাকা পয়সা খরচ করে কাঠের বাগান করেছিলাম, নিরাপত্তা বেষ্টনী দিয়েছি, প্রয়োজনীয় জোগাল করতে হয়েছে আমাদের।

অত্যন্ত দুঃখজনকভাবে সেই গাছের চারা গুলো কেটে ফেলা হয়েছে। গাছের চারাগুলো কাটার ক্ষেত্রে আলোচিত ইউপি সদস্য ফরহাদ হত্যা মামলার অন্যতম আসামি এছাক আলীর নেতৃত্বে আরফান আলী, শরিফুল, আমিনুর, বাতেন, তাহাজ গং মিলে কাঠ বাগানের প্রায় দুই শতাধিক গাছের চারা কাটে এবং উপড়ে ফেলে প্রতিবাদ করাতে আমাদেরকে প্রাণনাশের হুমকি দিয়েছে। কাজেই আমরা ন্যায় বিচার প্রার্থনা করছি।

এ বিষয়ে সাটুরিয়া থানা ওসি (তদন্ত) মানবেন্দ্র বালো জানান, গাছ কাটার বিষয় অভিযোগ পেয়েছি, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ২২ সেপ্টম্বর ২০২৪।

আরো পড়ুুন