সাটুরিয়া প্রতিনিধি, ১৫ জানুয়ারি.
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলা পর্যায়ে প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের অংশ গ্রহণে ইমাম সম্মেলন অনুৃষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১১ টার দিকে সাটুরিযা মডেল মসজিদে হলরুমে সম্মেলন উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. ইকবাল হোসেন।
ইসলামিক ফাউন্ডেশনের সাটুরিয়া উপজেলার ফিল্ড সুপার ভাইজার মো. মাইনুদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আবুল বাশার সরকার, উপজেলা কৃষি অফিসার আব্দুল্লাহ আল মামুন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: ইমরান হোসাইন।
এসময় উপস্থিত ছিলেন, ইফামার সাটুরিয়া উপজেলার মডেল কেয়ার ( ভারপ্রাপ্ত) মাওলানা মো. শাহিন সরকার, সাধারণ কেয়ারটেকার, মাওলানা মনিরুজ্জামান মনির, মাওলানা রফিকুল ইসলাম।
ইমাম সম্মেলনে বক্তারা বলেন, মসজিদের ইমামগণ সমাজের গুরুত্বপূর্ণ বিষয়। আপনারা খুৎবা ছাড়াও বিভিন্ন স্তরে মাদক, বাল্য বিয়েসহ বিভিন্ন ইস্যুতে আপনারা বক্তব্য দিয়ে আসছেন। যা সমাজে সুফল বয়ে আনছে।
ইসলামিক ফাউন্ডেশ সাটুরিয়া উপজেলা কার্যালয় কর্কৃত আয়োজীত ইমাম সম্মেলনে ৯ টি ইউনিয়নের প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম ছাড়াও বিভিন্ন মসজিদের ইমামগণ অংশ গ্রহণ করে।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ১৫ জানুয়ারি ২০২৫।