সাটুরিয়া প্রতিনিধি, ২৯ ডিসেম্বর:
মানিকগঞ্জে সাটুরিয়ায় বর্ণাঢ্য আয়োজনে মধ্যে দিয়ে দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।
দেশের ঐহিত্যবাহী গণমাধ্যম দৈনিক ইত্তেফাকের ৭০তম প্রতিষ্ঠাবর্ষে পদার্পণ উপলক্ষে বৃহস্পতিবার বালিয়াটির সাংবাদিক কার্যালয়ে নানা পেশায় লোক আলোচনা সভা ও নিয়ে কেক কাটা অনুষ্ঠিত হয়েছে।
দৈনিক ইত্তেফাকের সাটুরিয়া (মানিকগঞ্জ)সংবাদদাতা এম নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি অতিথির বক্তব্য রাখেন মানিকগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ কামরুল হাসান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় পাটি জেপি”র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবুল খায়ের সিদ্দিকী আবু, সাটুরিয়া থানা অফিসার ইনচার্জ সুকুমার বিশ্বাস,পুলিশ ইন্সপেক্টর (তদন্ত) ইমাম আল মেহেদী,সাটুরিয়া প্রেসক্লাবের সভাপতি মো. জাহাঙ্গীর আলম।
এসময় আরো বক্তব্য রাখেন এসএ টিভি ও দৈনিক দেশ রূপন্তরের মানিকগঞ্জ প্রতিনিধি হাসান ফয়জী, মাইটিভির সাটুরিয়া প্রতিনিধি মো. কাউছার আহম্মেদ, দরগ্রাম ইউপি চেয়ারম্যান মোঃ আলিনূর বকস রতন, সাংবাদিক মো. ইউনুস আলী, ইত্তেফাকের ঘিওর উপজেলা সংবাদদাতা মো. শফি আলম, প্রেসক্লাবের সদস্য মো. মজিবুর রহমান, আজকের পত্রিকার সাটুরিয়া প্রতিনিধি ইঞ্জিনিয়ার লুৎফর রহমান রহমানসহ আরও অনেকেই।
এসময় সাটুরিয়া প্রেসক্লাবের সদস্য আব্দুস সালাম শফিক, মামুন, সাংবাদিক হৃদয় মাহমুদ, রানাসহ সাটুরিয়ার বিভিন্ন স্তরের মানুষ উপস্থিত ছিলেন।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ২৯ ডিসেম্বর ২০২২।