সাটুরিয়া প্রতিনিধি, ৯ ডিসেম্বর.
মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে।
“দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা” স্লোগানে দিবসটি পালিত হয়।
এ উপলক্ষে একটি মানববন্ধন সোমবার সকাল ১০ টার দিকে উপজেলা পরিষদ গেইটের সামনে অনুষ্ঠিত হয়।
মানববন্ধন শেষে উপজেলা পরিষদের অডিটরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ইকবাল হোসেন।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন সাটুরিয়া সৈয়দ কালুশাহ কলেজের সাবেক (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ গনেশ চন্দ্র ঘোষ।
এসময় সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ মো. শাহিনুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জেসমিন আক্তার উপন্থিত ছিলেন।
এসময় বিভিন্ন দপ্তরের প্রধান, কর্মকর্তা,কর্মচারী, স্থানীয় স্কুল কলেজের শিক্ষক-শিক্ষিকাসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এতে বক্তারা বলেন “দুর্নীতি একটি সমাজের জন্য ক্ষতিকর। আমাদের সবসময় দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে। পরিবার থেকেই শিশুদের নৈতিকতা ও ধর্মীয় শিক্ষার প্রতি গুরুত্ব দিতে হবে। “যদি আমাদের সন্তানরা আদর্শ ও নৈতিকতার শিক্ষা নিয়ে বড় হয়, তবে তাদের পক্ষে দুর্নীতি করা সম্ভব হবে না।”
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ৯ ডিসেম্বর ২০২৪।