সাটুরিয়া প্রতিনিধি, ২৮ সেপ্টম্বর.
বালিয়াটি পশ্চিমচালা ইউনিটি ক্লাব আয়োজিত বালিয়াটি আন্তঃ ইউনিয়ন ওয়ার্ড ফুটবল টুর্নামেন্টে ৬ নং ওয়ার্ড একাদশ চ্যাম্পিয়ন হয়ছে।
শুক্রবার বিকালে সাটুরিয়ার বালিয়াটি ঈশ্বর চন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠে ফাইনাল ম্যাচে ৬ নং ওয়ার্ড বনাম ২ নং ওয়ার্ড একাদশ অংশ গ্রহণ করে।
৯০ মিনিটের ম্যাচে ৩-০ গোলে ৬ নং ওয়ার্ড চ্যাম্পিয়ন হয়।
পরে ক্লাবের সভাপতি বরকত মল্লিকের সভাপতিত্বে উভয় দলের মাঝে পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাটুরিয়া উপজেলা বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুছ মজলিশ খান মাখন।
এসময় বালিয়াটি ইউপি চেয়ারম্যন মীর সোহেল আহমেদ চৌধুরী, মানিকগঞ্জ জেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট আওয়াল খান, সাটুরিয়া উপজেলা বিএনপির সহ সভাপতি আক্তারুজ্জামান রুকন,যুগ্ন সম্পাদক আব্দুর রহমান, মো. জমশের আলী, সাংগঠনিক সম্পাদক শাহিন আযাদ বিপ্লব, সাটুরিয়া উপজেলা যুবদলের আহবায়ক আমীর হামজা, সেচ্ছা সেবক দলের সভাপতি মহসিন উজ্জামান, বালিয়াটি ঈশ্বর চন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আছালত জামান খান আরিফ, শ্রমিকদলের সভাপতি মিজানুর রহমান, বালিয়াটি ইউনিয়ন বিএনপির সহ সভাপতি আবু সাঈদ, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, বালিয়াটি ইউনিয়ন যুবদলের সভাপতি মাসুদুর রহমান খান স্বপন, সাধারণ সম্পাদক জয়নুল আবেদীন প্রমুখ।
অপরদিকে পশ্চিমচালা ইউনিটি ক্লাবের সহ সভাপতি গোপাল সাহা, মোহাম্মদ আবু রাহাত, সাধারণ সম্পাদক সুজন বসাক, যুগ্ন সম্পাদক সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রাকিবুল হাসান, ক্রীড়া সম্পাদক আল মামুন যুবরাজ, অর্থ সম্পাদক পরিমল সাহা ছাড়াও উপজেলা ও বালিয়াটি ইউনিয়ন বিএনপির বিভিন্ন অংগ সংগঠনের এবং বালিয়াটি পশ্চিমচালা ইউনিটি ক্লাবে নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ২৮ সেপ্টম্বর ২০২৪।