সাটুরিয়া প্রতিনিধি, ১৩ অক্টোবর:
মানিকগঞ্জের সাটুরিয়ায় পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস। শোভাযাত্রা, অগ্নিমহরা ও আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি পালিত হয়।
শুক্রুবার সকালে উপজেলা পরিষদ চত্তরে বর্ন্যাঢ্য র্যালি শেষে হলরুমে আালোচনা সভা অনুষ্ঠিত হয়।
সকাল সাড়ে ৯ টার দিকে মানুষদের সচেতন করতে উপজেলার বালিয়াটি ইউনিয়ন পরিষদ চত্তরে অগ্নিমহড়ার আয়োজন হাতে নেয় উপজেলা প্রশাসন।
এসময় সাটুরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খায়রুন্নাহার, মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য ও বালিয়াটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. রুহুল আমিন, বালিয়াটি ইউনিয়ন চেয়ারম্যান মীর সোহেল আহমেদ চৌধুরী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রবিউল ইসলামসহ আরও অনেকে।
ফায়ার সার্ভিসের কর্মকর্তা, বালিয়াটি ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, বাজার কমিটির নের্তৃবৃন্দ এই কর্সচীতে অংশ নেয়।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ১৩ অক্টোবর ২০২৩।