মানিকগঞ্জ প্রতিনিধি, ২৭ সেপ্টেম্বর:
বাংলাদেশ জাসদের জাতীয় কাউন্সিলে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার কৃতি সন্তান মো. শাহজাহান আলী সাজুকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।
গেল ২৪ সেপ্টেম্বর ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে কাউন্সিলে সর্বসম্মতিতে সভাপতি নির্বাচিত হন বীরমুক্তিযোদ্ধা শরীফ নুরুল আম্বিয়া ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন বীরমুক্তিযোদ্ধা নাজমুল হক প্রধান। পরে সভাপতি ও সাধারণ সম্পাদক পুর্নাঙ্গ কমিটি ঘোষণা করেন।
মো. শাহজাহান আলী সাজু বাংলাদেশ জাসদ মানিকগঞ্জ জেলা শাখার সাধারন সম্পাদক পদে দায়িত্ব পালন করে আসছেন। তিনি এর আগে বাংলাদেশ ছাত্রলীগ-বিসিএল কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি ছিলেন।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ২৭ সেপ্টেম্বর ২০২২।