মানিকগঞ্জ প্রতিনিধি, ২৬ ফেব্রুয়ারি
নোয়াখালীর সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কির হত্যায় জরিতদের গ্রেফতার ও শাস্তির দাবীতে মানিকগঞ্জে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।
মানিকগঞ্জ প্রেসক্লাবের সামনে সাংবাদিকরা এই মানববন্ধন কর্মসূচী পালন করেছে। শুক্রবার সকালে প্রেসক্লাব চত্বরে মানববন্ধনে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সভাপতি গোলাম ছারোয়ার ছানু, সহ-সভাপতি গাজী ওয়াজেদ আলম, সাধারন সম্পাদক বিপ্লব চক্রবর্তী, সাবেক সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম বিশ্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, সহকারী সম্পাদক বিএম খোরশেদ, দপ্তর সম্পাদক আকরাম হোসেন।
এ ছাড়া জেলা সাংবাদিক সমিতির সভাপতি মানবেন্দ্র চক্রবর্তী, সহ-সভাপতি কাবুল উদ্দিন খান, সাধারন সম্পাদক শাজাহান বিশ্বাসসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ বক্তব্য রাখেন।
মানববন্ধনে বক্তরা সাংবাদিক মুজাক্কির হ্ত্যার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। সেই সাথে হত্যাকান্ডের সাথে জরিতদের গ্রেফতার ও দৃষ্টান্ত শাস্তির দাবী জানান।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ২৬ ফেব্রুয়ারি ২০২১।