মানিকগঞ্জ প্রতিনিধি, ১০ জুলাই:
দৈনিক বাংলাদেশ প্রতিদিন ও নিউজ২৪ টিভির মানিকগঞ্জ জেলা প্রতিনিধি কাবুল উদ্দিন করোনায় আক্রান্ত হয়েছেন। বর্তমানে সে নিজ বাসাতে আইসোলেশনে আছেন।
সাংবাদিক কাবুল উদ্দিন বলেন, করোনা টেস্ট করার করার পর শুক্রবার সকালে রিপোর্টে তার পজিটিভ আসে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বাড়িতেই অবস্থান করেছেন। তিনি মানিকগঞ্জের সকল সহকর্মী ও জেলার মানুষের কাছে দোয়া কামনা করেছেন।
কাবুল উদ্দিন খান বাংলাদেশ প্রতিদিন ও নিউজ২৪ টেলিভিশনে প্রতিষ্ঠার শুরু থেকে মানিকঞ্জ প্রতিনিধি হিসাবে কর্মরত আছেন। এছাড়া তিনি মানিকগঞ্জ প্রেস ক্লাবের সদস্য।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ১০ জুলাই ২০২০।