সম্প্রীতি সমাবেশ ও দুর্গাপূজা উপলক্ষে সাটুরিয়ায় মতবিনিময় সভা অনুষ্ঠিত

সাটুরিয়া প্রতিনিধি, ৩ অক্টোবর:

সম্প্রীতি সমাবেশ ও দুর্গাপূজা উপলক্ষে সাটুরিয়ায় মতবিনিময় সভা মঙ্গলবার বিকালে সাটুরিয়া থানা চত্তরে অনুষ্ঠিত হয়েছে।

সাটুরিয়া থানার উদ্যোগে সভায় অফিসার ইনচার্জ (ওসি) সুকুমার বিশ্বাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য ও সাটুরিয়া উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অ্যাডভোকেট আব্দুল মজিদ ফটো।

আরও বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল কামরুল হাসান,  সহকারী কমিশনার ( ভূমি ) খায়রুন্নাহার, মানিকগঞ্জ জেলা পরিষদ সদস্য আব্দুর রাজ্জাক রাজ,  বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সাটুরিয়া উপজেলা শাখার সভাপতি প্রদ্যোত কুমার ঘোষ এ্যপোল, সাধারণ সম্পাদক প্রদীপ বাকালী,  বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সাটুরিয়া উপজেলা শাখার সাবেক সভাপতি সমরেন্ধু সাহা লাহোর।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাটুরিয়া প্রেসক্লাবের আহবায়ক মো. আনোয়ার হোসেন, সদস্য সচিব হাসান ফয়জীসহ আরও অনেকেই।

এসময় সাটুরিয়া উপজেলার ৯টি ইউনিয়নের ৭৯ দূর্গা পূজা মন্ডপ কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকগণ অংশ গ্রহণ করেন।

বক্তারা আসন্ন দূর্গা পূজা নির্বিগ্নে উদযাপন করতে বিভিন্ন বিষয়ে পরামর্শ দিয়েছেন। সেই সাথে বিভিন্ন পূজা মন্ডপের সমস্যার কথা তুল ধরেন কমিটির নেতারা। পরে উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুল মজিদ ফটো, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল কামরুল হাসান  এবং সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকুমার বিশ্বাস তা সমাধানের আশ্বাস প্রদান করেন।

মানিকগঞ্জ২৪/ হা. ফ/ ৩ অক্টোবর ২০২৩।

আরো পড়ুুন