হরিরামপুর প্রতিনিধি, ৩০ জুলাই:
বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় সভাপতি নির্মল রঞ্জন গুহ বলেছেন, দেশের প্রতিটি দুর্যোগে সেচ্ছাসেবকলীগ দেশের মানুষের পাশে থাকবে। করোনার সয় দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে আমরা করোনাকালে কৃষকের ধান কেটে ঘরে তুলে দিয়েছি।
তিনি বৃহস্পতিবার দুপুর থেকে সন্ধা পযন্ত মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার ৩ টি গ্রামের অসহায় বন্যাদুর্গত তিন শতাধিক মানুষকে খাদ্য সামগ্রী বিতরণ করার সময় এসব কথা বলেন।
তিনি আরো বলেন, বন্যার্তদের খাদ্যসামগ্রী বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছি। যতদিন দেশে সংকট থাকবে। আমার স্বেচ্ছা সেবকলীগ নেতারা মানুষের পাশে থাকবে।
বৃহস্পতিবার বিকালে জেলা মানিকগঞ্জ স্বেচ্ছাসেবকলীগ নেতা ইনামুল ইসলাম সাকিবের উদ্যোগে হরিরামপুরের ধুলশোর, সুতালরি, হাতিঘাটা গ্রামের বন্যাদুর্গত তিনশত পরিবারের মাঝে চাল, আটা, মুড়ি, চিড়া, আলু, পিয়াজ বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় সেচ্ছাসেবকলীগের সদস্য প্রাণ কৃষ্ণ রায়, বিচারপতি নুরুল ইসলাম কলেজের সহকারী অধ্যাপক রতন কুমার দাস, হরিরামপুর উপজেলা সেচ্ছাসেবকলীগের আহ্বায়ক ইমদাদুল হক ভূইয়া বাদল, সদস্য মাহমুদ হোসেন চৌধুরী অসিম, সাবেক জেলা ছাত্রলীগ নেতা রাইসুল ইসলাম সুজনসহ আরও অনেকেই।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ৩০ জুলাই ২০২০।