মানিকগঞ্জ প্রতিনিধি, ১৩ জুলাই
বাংলাদেশ পুলিশ হেডকোয়াটার্সের দক্ষতা মূল্যায়নের নির্দেশানুসারে জুন মাসের শ্রেষ্ঠ সার্কেল অফিসার নির্বাচিত হয়েছেন সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ভাস্কর সাহা।
সোমবার সকাল ১০ টার দিকে পুলিশ সুপার কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে নির্বাচিতদের হাতে ক্রেস্ট তুলে দেন পুলিশ সুপার রিফাত রহমান শামীম, পিপিএম। এছাড়া, থানার সার্বিক আইন-শৃঙ্খলা ও অভিন্ন মানদ-ের আলোকে জুন মাসের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) সফিকুল ইসলাম মোল্ল্যা ও শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কালাম নির্বাচিত হয়েছেন।
এসময় অন্যান্যের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মো. হাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) হোসাইন মুহাম্মদ রায়হান, অতিরিক্ত পুলিশ সুপার (শিবালয় সার্কেল) তানিয়া সুলতানা, সিনিয়র সহকারী পুলিশ সুপার (সিংগাইর সার্কেল) মো. রেজাউল হকসহ মানিকগঞ্জের সকল থানার অফিসার ইনচার্জবৃন্দ উপস্থিত ছিলেন।
এ বিষয়ে শ্রেষ্ঠ সার্কেল অফিসার হিসেবে নির্বাচিত অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ভাস্কর সাহা বলেন, বিভিন্ন অপরাধমূলক কাজের বিরুদ্ধে জিরো টলারেন্স, মানুষের পাশে থেকে মানবিকতার পরিচয়, মাদক উদ্ধার, বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলার রহস্য দ্রুত উদঘাটন, মাসিক সভা, ওয়ারেন্ট তামিল, অপরাধ নিয়ন্ত্রণ, মামলা নিষ্পত্তি, অস্ত্র উদ্ধারসহ জুন মাসের আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও সার্বিক কার্যক্রম বিবেচনায় বিভিন্ন পদমর্যাদার অফিসাররা আমাকে শ্রেষ্ঠ সার্কেল অফিসার নির্বাচিত করেছেন।
তিনি আরো বলেন, এ অর্জনের অংশীদার আমার সার্কেলের পুলিশের সব অফিসার ও ফোর্স যারা দিনরাত জনগণের নিরাপত্তায় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। পাশাপাশি জনগণও অর্জনের বড় অংশীদার।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ১৩ জুলাই ২০২১।