সাইফুদ্দিন আহম্মেদ নান্নু
শ্মশানঘাটেও
নরম আলোর
বিকেল নামে,
কবরস্থানের মাটি ফুঁড়ে
জেগে উঠে ফুলের
সৌরভ,মোহময় রঙ।
অথচ…
ধনবান মানুষের উঠানে
কোনদিন নরম আলোর
বিকেল নামে না,
রাজদরবারের পুষ্পে
ছুটেনা সুবাসের ঢল,
লাগে না রঙের বাহার।
দরবারে,জনপদে
ক্ষমতাবানের উঠানে
আঙিনায়
পুষ্পসৌরভ নেই,
কেবলই আছে
লোভের বাগান,
বিষময় ফসলের চাষ,
আর
অসহায় মানুষের দীর্ঘশ্বাস!
মানিকগঞ্জ২৪/ ২ জুলাই ২০২০।