মানিকগঞ্জ প্রতিনিধি, ২৯ সেপ্টেম্বর:
স্বেচ্ছাসেবকলীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ বলেছেন, জাতির জনকের কন্যা শেখ হাসিনা রাষ্ট্রীয় ক্ষমতায় আছেন বলেই দুযোর্গ মহামারিতে একটি মানুষও না খেয়ে মারা যায়নি।
মঙ্গলবার সন্ধ্যায় মানিকগঞ্জ শ্রীশ্রী শিব সিদ্ধেশ^রী মন্দির প্রাঙ্গনে তিনশতাধিক ও পৌর এলাকায় নওখন্ডা এলাকায় তিনশতাধিক মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরন কালে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে স্বেচ্ছাসেবকলীগের নেতাকর্মীরা করোনা ও বন্যায় দেশের প্রতিটি আনাচে কানাচে খাদ্য সামগ্রী নিয়ে পাশে দাঁড়িয়েছেন। যত দিন করোনা দেশে থেকে মুক্ত না হয় ততদিন স্বেচ্ছা সেবকলীগের পক্ষ থেকে সারা দেশে খাদ্য সামগ্রী বিতরন করা হবে।
শ্রীশ্রী শিব সিদ্ধেশ্বরী মন্দির কমিটির সাবেক সাধারণ সম্পাদক কালাচান সাহার সভাপতিত্বে অসহায়দের মাঝে খাদ্য সমাগ্রী বিতরন কালে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল, পৌর সভার কাউন্সিলর রতন মজুমদার, মানিকগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিপ্লব চক্রবর্তী, মন্দির কমিটির সাধারণ সম্পাদক অম্বরীষ কুমার পাল, স্বেচ্ছাসেবকলীগ নেতৃবৃন্দ।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ২৯ সেপ্টেম্বর ২০২০।