সাটুরিয়া প্রতিনিধি, ১৩ জানুয়ারি:
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, শেখ হাসিনা গ্রেণেড হামলাকে তোয়াক্কা করে না। তার উন্নয়ন আগুন সন্ত্রাস দিয়ে থামানো যায়নি। আওয়ামী লীগকে কেউ থামাতে পারবে না, যতদিন বাংলার মানুষের মনে স্থান দিবে ।
তিনি বৃহস্পতিবার সন্ধা সাড়ে ৭ টার দিকে মানিকগঞ্জের গড়পাড়ার শ্রভ্র সেন্টারে সাটুরিয়া উপজেলার তিল্লি ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি বার্ষিক সম্মেলন ২০২২ এ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী এসময় আরো বলেন, শেখ হাসিনার হাত ধরেই বাংলাদেশ উন্নয়ন হচ্ছে। যা স্বাধীনতার ৫০ বছরেও উন্নয়ন হয়নি। বাংলাদেশে গড় আয়ো ৭৩ বছর। গড় আয় পোনে দুই লক্ষ টাকা। তাই আগামী জাতীয় নির্বাচনে সবাইকে ঐক্যবধ্য হয়ে নৌকা মার্কায় ভোট দিতে হবে।
তিল্লি ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি তাহাজ উদ্দিন সরকারের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম মহিউদ্দিন, সহ সভাপতি অ্যাডভোকেট আব্দুল মজিদ ফটো, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান, সাধারণ সম্পাদক আফাজ উদ্দিন মাষ্টার, তিল্লি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, বর্তমান চেয়ারম্যান মোরছালিন বাবু, নব নির্বাচিত চেয়ারম্যান মো. শরিফুল ইসলামসহ আরও অনেকে।
পরে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, তিল্লি ইউনিয়ন আওয়ামী লীগে সভাপতি পদে মো. আব্দুর রাজ্জাক খান এবং মোরছালিন বাবুকে সাধারণ সম্পাদক ঘোষনা করেন।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ১৩ জানুয়ারি ২০২২।