শেখ হাসিনা ও ওবাইদুল কাদেরের পক্ষে মানিকগঞ্জে পূজা মন্ডপে অর্থ প্রদান

মানিকগঞ্জ প্রতিনিধি, ২০ অক্টোবর:

দুর্গাপূজা উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবাইদুল কাদেরের পক্ষে মানিকগঞ্জে মন্ডপে নগদ অর্থ প্রদান করা হয়েছে।

মঙ্গলবার বিকালে মানিকগঞ্জ পৌরসভার কাউন্সিলর সুভার সরকারের নিজ বাসভবনে ২৭ টি পূজা মন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে নগদ ৫ হাজার টাকা বিতরণ করা হয়েছে।

এতে বক্তব্য রাখেন পৌরসভার কাউন্সিলর সুভার সরকার, মানিকগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিপ্লব চক্রবর্তী জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব সাহা, সাধারণ সম্পাদক অনিবার্ণ পাল, মানিকগঞ্জ জেলা আওয়ামী আওয়ামী লীগের সহ সভাপতি তুষার কান্তি তপু, জেলা যুবলীগের সদস্য সৌমিত্র সরকারসহ আরও অনেকে।

অর্থ প্রদান অনুষ্ঠানে মানিকগঞ্জ সদর উপজেলার ২৭টি মন্দির ছাড়াও জেলা পূজা উদযাপন পরিষদ এবং মানিকগঞ্জ উপজেলা পূজা উৎযাপন পরিষদের মনোনীত আরও দুটি মন্দিরে নগদ সাহায্য করা হয়।

মানিকগঞ্জ পৌরসভার কাউন্সিলর সুভার সরকার এ সময় বলেন, আমি করোনা সময় হাজার হাজার মানুষকে, খাদ্য সমগ্রী ছাড়াও নগদ অর্থ দিয়ে সাহায্য করেছি। সামনেই দূর্গা পূজা উপলক্ষে আজ ২৯টি মন্দিরে ৫ হাজার টাকা করে বিতরণ করলাম। আমি আসন্ন পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোয়ন প্রত্যাশী। দল আমাকে নৌকা প্রতিক দিলে জয়ী হয়ে পৌরসভাবাসীর খেদমত করতে চাই।

মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ২০ অক্টোবর ২০২০।

আরো পড়ুুন