শেখ হাসিনাকে ‘লেডি ফেরাউন’ আখ্যা দিলেন রিজভী
সাটুরিয়া প্রতিনিধি, ৯ ডিসেম্বর:
বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ক্ষমতা টিকিয়ে রাখতে নিরীহ জনগণের ওপর দমনপীড়ন চালাতে দ্বিধাবোধ করেননি। তিনি শেখ হাসিনাকে ‘লেডি ফেরাউন’ আখ্যা দিয়ে বলেন, “শিশুসহ লক্ষ মানুষকে গুলি করতেও তিনি পিছপা হননি।
সোমবার মানিকগঞ্জের শিবালয় উপজেলার উলাইল ইউনিয়নের রূপসা গ্রামে বিএনপির ‘আমরা বিএনপি পরিবার’-এর আয়োজনে এক সভায় রিজভী এ কথা বলেন। সভায় ২০২৪ সালের ছাত্র-জনতার গণআন্দোলনে নিহত ও আহতদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এ বক্তব্য দেন।